‘নৃত্য প্রতিভা অন্বেষণ ২০২৪’ এর উদ্যোগে শাস্ত্রীয় নৃত্য প্রতিযোগীতা

কলকাতা-দেবরতি ঘোষ রিপোর্ট: রিয়ালিটি শো এর জনপ্রিয়তা দিনে দিনে বেড়েই চলেছে। তাই নব প্রজন্মের অনেকেই ওয়েস্টার্ন ড্যান্সের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে। কিন্তু শাস্ত্রীয় নৃত্যের সঠিক প্রশিক্ষণ না থাকলে বেশি দুর এগোনো সমস্যা হয়ে যায়। সেই ভাবনা থেকেই অভিভাবকেরা শাস্ত্রীয় নৃত্যের তালিম নিতে পাঠান সন্তানদের। শাস্ত্রীয় নৃত্যে পারদর্শীদের নিয়ে এক বিশেষ প্রতিযোগীতার আয়োজন করলেন সোমা দাশগুপ্ত এবং শুভাশিস দত্তের সংস্থা, নৃত্য প্রতিভা অন্বেষণ ২০২৪।ক্লাসিক্যাল নাচের এইপ্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল ছোট থেকে বড় নানান বয়েসেরছাত্রীরা। এই প্রতিযোগীতায় স্থান পেয়েছে শাস্ত্রীয় নৃত্যের পাশাপাশি রবীন্দ্র নৃত্য স্থান পেয়েছে। এদিন দূরদূরান্ত থেকে আসা প্রতিযোগীরা নিজেদের সেরা পারফর্মেন্স করেছে। তাই স্বাভাবিক ভাবেই মূল্যায়ন করা খুব কঠিনকাজ হয়ে ওঠে বিচারকদের জন্য। এদিন বিচারকের আসনে ছিলেন নৃত্য গুরু কুশল ভট্টাচার্য,শিব নারায়ণ ব্যানার্জী, অনিন্দ্য রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *