কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট – ভিয়েনা স্পোর্টিং ক্লাবের পরিচালনায় জয়সোয়াল সমাজ ভবনে রক্তদান শিবির আয়োজিত হয়। স্বেচ্ছায় রক্তদান শিবির ২৫তম বছরে পদার্পণ করলো।এদিন প্রায় ২৭০ জনের বেশি রক্ত দাতা রক্ত দান করেন।তীব্র দাবদাহে আপৎকালীন রক্ত সংকট মেটাতে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে উপস্থিতছিলেনক্লাবেরসাধারণসম্পাদকপ্রিয়াঙ্কুপান্ডে,রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রতিমা শিল্পী সনাতন রুদ্র পাল,সাংবাদিক কুনাল ঘোষ,প্রাক্তন জোড়াসাঁকো কেন্দ্রের বিধায়িকা শ্রীমতি স্মিতা বক্সি,তৃণমূল নেতা ঋজু দত্ত,সৌমবক্সি,শচীন সিং, শক্তি প্রতাপ সিং,ও প্রিয়দর্শিনী ঘোষ।
Related Posts
স্কোলিওসিস হলো মেরুদন্ডের বক্রতায় সৃষ্ট ব্যাধি
স্কোলিওসিস সচেতনতা মাসে স্পাইন রিসার্চ ফাউন্ডেশন ও এইচ,পি,ঘোষ,হাসপাতালের যৌথ উদ্যোগে সম্যক সচেতনতার লক্ষ্যে একটি অনুষ্ঠান আয়োজিত হয় এইচপি ঘোষ হাসপাতালের…
