গণেশ চতুর্দশীতে শারদীয়া খুঁটি পূজার আয়োজন

কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট -গণেশ চতুর্দশীর দিনে কাশিপুর নিউ পল্লী মঙ্গল সমিতি উদ্যোগে মা দূর্গা র আগমনে খুঁটি পূজার আয়োজন করেন।বাগবাজার লকগেট ফ্লাইওভারের কাছে প্রাণকৃষ্ণ মুখার্জী রোডে ৪৫ তম বর্ষে পদার্পণ করলো কাশিপুর নিউ পল্লী মঙ্গল সমিতি উদ্যোক্তা প্রদীপ কুমার দে (বাবুনদা).সভাপতি রাজ গুহ, আশীষ নন্দী,সম্পাদক জয়প্রকাশ সিং,রাজেশ সাউ শঙ্কর সিং,এছাড়া উপস্থিত ছিলেন ৬নম্বর ওয়ার্ডের পৌরমাতা সুমন সিং,৭নম্বর ওয়ার্ডের পৌরপিতা বাপি ঘোষ,১নম্বর বড়ো কমিটির চেয়ারম্যান তরুন সাহা এছাড়া আরো অনেক বিশিষ্ট উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *