কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট -উত্তর কলকাতার শ্রী বিশুদানন্দ হসপিটালে ১০৮ তম বর্ষে সিটি স্ক্যান নতুন ঘরের শুভ সূচনা হয়। বিশুদানন্দ হসপিটালে আই,সি,ইউ প্রবেশদ্বারের শুভ সূচনা করেন শ্রীমতি বিদ্যাদেবী আগরওয়াল, পুত্র শ্রী সুশীল কুমার জী আগরওয়াল।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী বিশুদানন্দ হসপিটালের প্রেসিডেন্ট বানয়ারী লাল সতী,চিপ-সেক্রেটারি সুরেন্দ্র কুমার আগরওয়াল,ভাইস প্রেসিডেন্ট যোগমোহন বাগলা,শ্যামসুন্দর আগারওয়াল,কনভেনার দীপক বাংকা,মনোজ প্রারাশর,বিষ্ণু শর্মা,এছাড়া আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ ছিলেন।
Related Posts
কল্যাণী হাসপাতালে স্ত্রীরোগ ও নবজাতক সেবার সূচনা
কল্যাণী -রাজেন বিশ্বাস রিপোর্ট – কল্যাণী জেনারেল হাসপাতাল ৯ জুন তাঁদের অত্যাধুনিক হাসপাতালে প্রসূতি ইউনিট দ্বারা প্রসবের প্রথম শিশুর সফল…
রবীন্দ্র নজরুল সন্ধ্যা
মধ্যমগ্রাম -নিজস্ব প্রতিনিধি – মধ্যমগ্রাম উড়ালপুলের নীচে রবীন্দ্রপল্লী নজরুল স্মারক মঞ্চে এলাকার বিভিন্ন সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠানের খুদে থেকে বড় শিল্পী…
