কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট – বাগবাজার হরলাল অ্যাথলেটিক ক্লাব অমৃত হাউসিং কো-অপারেটিভ সোসাইটি ২৭তম বর্ষে রক্তদান শিবিরের আয়োজন।প্রয়াত ও সদস্য প্রদূত কুমার সাহা সুব্রত ভট্টাচার্য,কাঞ্চন সরকার,পুলক ভট্টাচার্যের স্মরণে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরে ও চক্ষুদান সচেতনতা শিবির ও চারাগাছ বিতরণের আয়োজন করে বাগবাজার হরলাল অ্যাথলেটিক ক্লাব।স্বাস্থ্য পরীক্ষায় সহযোগিতা করেছেন আর জি কর মেডিকেল কলেজ হাসপাতাল। বাগবাজার হরলাল অ্যাথলেটিক ক্লাব সভাপতি কল্যাণ গাঙ্গুলী,ক্লাব সম্পাদক সঞ্জীব মুখার্জি,জয়েন্ট সেক্রেটারি যুধিষ্ঠির দেবনাথ এছাড়া ৭ নম্বর ওয়ার্ডের পৌরপিতা বাপি ঘোষ,১৭ ওয়ার্ডের পৌরপিতা মোহন কুমার গুপ্তা,এছাড়া আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন।
Related Posts
পঞ্চম তম অ্যাস্ট্রো লজিক্যাল কনফারেন্স ২০২৫
নদীয়া-রুপাই ঘোষ রিপোর্ট -শ্রীকৃষ্ণ চৈতন্য কালচারাল অর্গানাইজেশন উদ্যোগে পঞ্চম তম অ্যাস্ট্রো লজিক্যাল কনফারেন্স ২০২৫ আয়োজন করা হয়। নদীয়ার জেলার নবদ্বীপে…
মোজোটেল এন্টারটেইনমেন্টস সাহস আন্তঃসাংস্কৃতিক গল্প
কলকাতা -রাজেন বিশ্বাস রিপোর্ট – মোজোটেল এন্টারটেইনমেন্টস ও ডিস্ট্রিবিউশন, মা-মেয়ের অনুপ্রেরণাদায়ক জুটি সুমনা কাঞ্জিলাল ও এহেসাস কাঞ্জিলাল-এর নেতৃত্বে, সিনেমার জগতে…
সাংবাদিকদের জন্য আয়োজিত ‘বার্তা’ কর্মশিবিরে আলোচনা সভা।
কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট – সাংবাদিকদের জন্য আয়োজিত ‘বার্তা’ কর্মশিবিরে আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে বিশদ আলোচনা সভা।কলকাতা, ৩১ জুলাই, ২০২৫ভারতীয় রিজার্ভ…
