কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট – কলকাতা রোটারি সদনে চতুর্থ তমো টিচার্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড শো অনুষ্ঠিত হয়।
তার সাথে সগুপ্তা- হেনাফিসের তৃতীয়তম বই ইনসাইডস ও ইনস্পিরেশন্স বই দুটি অনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হয়। মূলত এই অনুষ্ঠানে জনসম্মুখে গুণীজন ব্যক্তিগন সম্মানিত করা হয়।আর বই দুটির অনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।
