কোলকাতা-নিজস্ব প্রতিনিধি -বাংলা রিপোর্টার্স গিল্ড (A Journalist Organization) in Association with Rotary Club of Kolkata Galaxy (RID 3291) সেরা বাংলা শ্যামা পূজা প্রকল্পের অধীনে অত্যন্ত ধুমধাম করে উত্তর কলকাতা ও দক্ষিণ কলকাতার 21টি বাছাই করা পূজা কমিটির কাছে ট্রফি এবং সার্টিফিকেট অফ এক্সিলেন্স হস্তান্তর করেছে(দীপাবলি) সম্মান 2024।রোটারি ক্লাব অফ কোলকাতা গ্যালাক্সি ব্যানার অনেকগুলি পূজা মন্ডপে প্রদর্শন করেছে সামাজিক কারণ সচেতনতামূলক বার্তা সহ। অনেক বিশিষ্টজনের মতো বাংলা রিপোর্টার্স গিল্ডের সভাপতি ডঅরুণ কুমার, রোটারি ক্লাব অফ কোলকাতা গ্যালাক্সির সভাপতি ললিতা কুমারী, ইয়াশিকা ফিল্ম প্রোডাকশনের মালিক স্যাম কাপুর, ফ্রিসিয়া মিউজিক্যাল গ্রুপের মালিক রাজা ও সাংবাদিকরা কালী পূজা পরিক্রমায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সফলভাবে সাফল্যমন্ডিত হয়।
Related Posts
গণেশ চতুর্দশীতে শারদীয়া খুঁটি পূজার আয়োজন
কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট -গণেশ চতুর্দশীর দিনে কাশিপুর নিউ পল্লী মঙ্গল সমিতি উদ্যোগে মা দূর্গা র আগমনে খুঁটি পূজার আয়োজন…
নিউটাউনসিটিস্কোয়ারচতুর্থ বছরের মাতৃ আরাধনা
নিউটাউন -শুভ ঘোষ রিপোর্ট – নিউ টাউন সিটি স্কোয়ার মাঠে নিউটাউন সর্বজনীন দুর্গোৎসব সমিতি আয়োজিত শারদ উৎসবের আবাহন। তাদের চতুর্থ…
শিশুদের আজীবন চিকিৎসা সেবার অঙ্গীকারজে.আই.এম.এস.এইচ (JIMSH)
কলকাতা- নিজস্ব প্রতিনিধি- জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল (JIMSH) গর্বের সঙ্গে আয়োজন করল ‘পূজো পরিক্রমা’ – আনন্দে…
