আলোকচিত্রে সাদা-কালো ল্যান্ডস্কেপ

কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট -আলোকচিত্রে সাদা-কালো ল্যান্ডস্কেপের আকর্ষনীয় চিরন্তন। এবার শুধুমাত্র লাদাখ অঞ্চলের মরু-পাহাড়ের রুক্ষতা ও পাহাড়ী শীর্ণাকায়া নদী ও পথের চলনের নানা রূপ কালো-সাদা ও ক্যানভাস মাধ্যমে দেখা যাবে শ্রী আশিস শূরের ৪র্থ বর্ষ আলোকচিত্রের একক প্রদর্শণী—Destination 4-এ। অ্যানালগ থেকে ডিজিট্যাল সব মাধ্যমেই তাঁর সৃষ্টি অনন্য। পেশায় উনি অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ সরকারী আধিকারিক। গত ৩০ বছর ধরে আলোকচিত্র শিল্পের সাথে সক্রিয়ভাবেই যুক্ত। ল্যান্ডস্কেপ ফটোগ্রাফিতে শ্রীশূ্র এক সুপরিচিত নাম। দেশ-বিদেশের বহু সন্মান ও পুরস্কার রয়েছে তার ঝুলিতে। ল্যান্ডস্কেপ ফটোগ্রাফির প্রয়োজনে দেশের মধ্যে বহু স্থান ছাড়াও কয়েকটি বিদেশেও ভ্রমণ করেন উনি। এবারের প্রদর্শনীতে তাঁর সৃষ্ট ৪২টি ছবি প্রদর্শিত হচ্ছে। এই ছবিগুলি তিনি সংগ্রহ করেছেন গত ২৪ বছরে মোট ৫ বার লাদাখ ভ্রমণের মাধ্যমে।
আলোকচিত্রের প্রচার ও প্রসারে সক্রিয় ভূমিকা পালন করে চলেছেন উনি গত ২০ বছর ধরেই। এই কর্মযজ্ঞ পশ্চিমবঙ্গ ছাড়া বাংলাদেশেও প্রসারিত। বেসিক ফটোগ্রাফির উপর তাঁর দুটি বই ‘ ফটোগ্রাফির সহজপাঠ’ ও ‘ফটোগ্রাফি—অ্যানালগ থেকে ডিজিট্যাল’ দুই বঙ্গেই প্রভূত প্রশংসা ও জনপ্রিয়তা লাভ করেছে।
এই প্রদর্শণীতে বিবেচিত ঐ ৪২টি ছবি নিয়ে উনি “ডেসটিনেশন লাদাখ” নামে কালো-সাদা মাধ্যমের একটি ‘কফি টেবিল বুক’ও প্রকাশ করেন এই প্রদর্শণী উপলক্ষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *