কোলকাতা – শুভ ঘোষ রিপোর্ট – মহাবুদ্ধি সোসাইটি অফ ইন্ডিয়া হেডকোয়ার্টারে প্রেসিডেন্ট মাহিন্দ্র সিং,ভাইস প্রেসিডেন্ট সিদ্ধার্থ মুখোপাধ্যায় সহযোগিতায় সভার আয়োজন করা হয়। পালি ভাষাকে স্বীকৃতি দিয়েছেন ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী। এই ভাষাকে স্বীকৃতি দেওয়ার জন্য বুদ্ধ সমাজ শুদ্ধ জ্ঞাপন করেন। মহা বুদ্ধির সোসাইটি অফ ইন্ডিয়া এবং পালি ইনস্টিটিউড অফ কলকাতার যৌথ উদ্যোগে আজকে একটি সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডঃ অরুনজ্যোতী ভিক্ষু, ডক্টর সোয়াতি গুহ,প্রফেসার সনৎ নস্কর,বেলা ভট্টাচার্য এছাড়া আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন।
Related Posts
ভারত গৌরব দশম অনন্য সম্মান-২০২৪
রিপোর্টারর্স এ্যান্ড ফটোগ্রাফার এ্যাসোসিয়েশন ও অলক ফাউন্ডেশানের যৌথ উদ্যোগে কলকাতা প্রেস ক্লাবে হয়ে গেল দশম ভারত গৌরব অনন্য সম্মান-২০২৪। প্রদীপ…
শ্রী বিশুদানন্দ হসপিটালে ১০৮ তম বর্ষে সিটি স্ক্যান শুভ সূচনা
কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট -উত্তর কলকাতার শ্রী বিশুদানন্দ হসপিটালে ১০৮ তম বর্ষে সিটি স্ক্যান নতুন ঘরের শুভ সূচনা হয়। বিশুদানন্দ…
