কলকাতা – শুভ ঘোষের রিপোর্ট-সৌরভ এন্টারটেইনমেন্ট প্রযোজিত মিউজিক ভিডিও ও ইংরেজি ক্যালেন্ডার প্রকাশিত হলো। মেট্রোপলিটন বাইপাসে (ফুড পার্টনার)কাসা আমোরে নামক একটি কাঁফে সৌরভ এন্টারটেইনমেন্ট প্রযোজিত একটি মিউজিক অ্যালবাম ও ইংরেজি নববর্ষের ক্যালেন্ডার প্রকাশিত হয়। মিউজিক মিউজিক অ্যালবামটি সুর দিয়েছেন সুজিত সাহা,ডাইরেক্টর সৌরভ বন্দ্যোপাধ্যায় তার প্রযোজিত এই অ্যালবামে ও ক্যালেন্ডার ফটোশুটে অংশগ্রহণ করেছেন যেসব মডেলরা তাড়া হলেন -শ্রদ্ধানন্দ চক্রবর্তী অভিনেতা ও মডেল, মেক ওভার পার্টনার মিঠু গিরি মডেল, অভিনেত্রী ও মডেল ময়ূরীমেরী দে, সৈকত বনিক মডেল,অভিনেত্রী দিয়া দেবনাথ, বিনোদ কুমার গুপ্তা,শুভদীপ ঘোষ,শ্রাবণী মণ্ডল, আরো অনেক কলাকুশলীরা উপস্থিত ছিলেন।
Related Posts
প্রিয় গোপাল বিষয়ী বেহালার নতুন শোরুম
কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট –প্রিয় গোপাল বিষয়ী বেহালার নতুন শোরুম আজ দুর্গাপুজোর প্রাক্কালেই দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ড হারবার রোডের বেহালা…
রবীন্দ্র নজরুল সন্ধ্যা
মধ্যমগ্রাম -নিজস্ব প্রতিনিধি – মধ্যমগ্রাম উড়ালপুলের নীচে রবীন্দ্রপল্লী নজরুল স্মারক মঞ্চে এলাকার বিভিন্ন সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠানের খুদে থেকে বড় শিল্পী…
অখিল ভারতীয় ধোবি মহাসংঘর রক্ত দান
কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট – মহাজোতি সদন সংলগ্ন ৩ নম্বর মিত্র লেনে অখিল ভারতীয় ধোবি মহাসংঘ এবং ওয়েস্ট বেঙ্গল স্টেড…
