কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট -৭৬ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রগ্রেসিভ ট্যাক্সি মেন্স ইউনিয়ন শিয়ালদা ইউনিট উদ্যোগে ২৬ পতাকা উত্তোলনের আয়োজন করা হয়। ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শচীন সিং এর উদ্যোগে। এখানে উপস্থিত ছিলেন শিয়ালদা স্টেশন চত্বরে তৃণমূলের আই,এন,টিউ,সি সংগঠনের নেতৃত্ববৃন্দ।