কলকাতা – শুভ ঘোষের রিপোর্ট- কলকাতা প্রেসকাবে ন্যাশনাল ইনসরেন্স কর্পোরেট প্রিমিয়ার লিগ ২০২৫ এর পক্ষ থেকে ১১৯ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটা সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়. NICPL এন.আই.সি.পি.এল এর পক্ষ থেকে একটি ক্রিকেট টুর্নামেন্ট ৯ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত হতে চলেছে কলকাতা নিউটাউনে এন কে ডিয়ে ক্রিকেট মাঠে আয়োজন করা হবে। (Government bodies public sector general insurance company) গভর্নমেন্ট বডিস পাবলিক সেক্টর জেনারেল ইনসরেন্স কোম্পানি আইটি কোম্পানি ও(BFSI) কর্পোরেট গুলি ক্রিকেটে অংশগ্রহণ করতে চলেছে।
নদীয়া-রুপাই ঘোষ রিপোর্ট -শ্রীকৃষ্ণ চৈতন্য কালচারাল অর্গানাইজেশন উদ্যোগে পঞ্চম তম অ্যাস্ট্রো লজিক্যাল কনফারেন্স ২০২৫ আয়োজন করা হয়। নদীয়ার জেলার নবদ্বীপে…