বীরভূম জেলার তারাপীঠে ১৫ই ও ১৬ই ফেব্রুয়ারি২০২৫ শনিবার ও রবিবার দুইদিন ব্যাপী হোটেল তীর্থে উত্তর ২৪ পরগনার বেলঘড়িয়ার মা তারাশ্রীতা ভক্তবৃন্দের উদ্যোগে ২০ তম বর্ষে সকালে রক্তদান কর্মসূচি, প্রতিবন্ধীদের হুইলচেয়ার, দুঃস্থ মহিলাদের সেলাই মেশিন বিতরণ,সংগীত অনুষ্ঠান ও ১০ জোড়া পাত্র-পাত্রীর গণবিবাহের আয়োজন করা হয়।বিবাহ ও তাদের বিবাহের সামগ্রী দেয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত সভাপতি রক্তিম দাশগুপ্ত,সহ সভাপতি অমিয় মুখার্জি, অপু রায়, অভিজিৎ গুছাইত, প্রদ্যুৎ সাহা,যুগ্ম সম্পাদক সত্যরঞ্জন সরকার,কোষাধক্ষ্য রতন দে, এছাড়াও কামারহাটি মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান গোপাল সাহা,সিটি কেবিলের কর্ণধার তিনকড়ি দত্ত, বরানগর কাউন্সিলর রামকৃষ্ণ পাল, বিশিষ্ট সমাজসেবী সাহেব চক্রবর্তীর,সতীষ সিং উপস্থিত ছিলেন।এছাড়া আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন। তারাপীঠ থেকে পার্থ পালের সাথে ক্যামেরাম্যান রুপা পালের রিপোর্ট খবরের দুনিয়া।