কলকাতা- শুভ ঘোষের রিপোর্ট– কলকাতার প্রেসক্লাবে আয়োজিত লেখক অমল গুপ্তের লেখা বই জল জঙ্গলের আত্মকথা প্রকাশ করা হলো। মূলত আজকের এই বই প্রকাশে উপস্থিত অতিথির আসনে ছিলেন বিশিষ্ট সাংবাদিক গৌতম চট্টোপাধ্যায়,চিত্রশিল্পী অরূপ গুপ্ত,ননী গোপাল ঘোষ, শিলং,ছন্দাশ্রী কানুন গো, শাম্পি পুরকায়স্থ,সঞ্চালনায় দেবকিশোর চক্রবর্তী উপস্থিত ছিলেন।
কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট -মেক ইন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল স্পোর্টস অ্যাপারেল এবং গিয়ার ব্র্যান্ড ‘কিগো স্পোর্টসলাইন’-এর গ্র্যান্ড লঞ্চ উচ্চ মানের ফ্যাব্রিক…