
বজবজ -শুভ ঘোষ রিপোর্ট – শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ১৪৩১ সনে দক্ষিণ চব্বিশ পরগনার জেলার বজবজ চৌরাস্তা দেশপ্রিয় যতীন্দ্রমোহন রোডের গীতশ্রী ভবনে তিনদিন ব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত হয়।কবি ও সাহিত্যিক এবং লেখক শেখ গোলাম মহিউদ্দিন গাজী একটি নতুন বই প্রকাশিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতার শ্রী কৌশিক পাল,পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক (নবান্ন)শেখ আব্দুল হামিদ মহাশয় এছাড়া শিল্প ও নির্দেশনায় গৌতম দাস (বুড়ো) এছাড়া আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ এবং লেখক সাহিত্যিকরা উপস্থিত ছিলেন।
