
কলকাতা – শুভ ঘোষ রিপোর্ট – বরানগর মাতৃশক্তি শিক্ষা কেন্দ্রে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করা হয়।পরিচালনায় শ্রদ্ধা ফাউন্ডেশন সহযোগিতায় স্বামী বিবেকানন্দ অনুরাগী সোসাইটি,হাটখোলা মেডিকেল ব্যাঙ্ক,কুমোরটুলি ,কুন্ডু বাড়ি মায়ের দান(সোদপুর) এনাদের উদ্যোগে আজকে ২০০জন মানুষের স্বাস্থ্য পরীক্ষার করা হয়। এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন সিটি কেবিলের কর্ণধার তিন কড়ি দত্ত মহাশয়, কুমোরটুলি সেবা সমিতির কর্ণধার গৌতম ঘোষাল,শ্রদ্ধা ফাউন্ডেশনের কর্ণধার সিদ্ধার্থ দত্ত,প্রশান্ত মন্ডল,হাটখোলা মেডিকেল ব্যাংকের কর্ণধার ডক্টর ডি.আশিস,স্বামী বিবেকানন্দ অনুরাগী সোসাইটির কর্ণধার কমল চ্যাটার্জী,সংবেদন নামক স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার সুমিত সাহা,কাশিপুর সেবা ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার প্রদীপ দে(বাবনদা), এছাড়া আরো অনেক বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। আগামী দিনে এই সংস্থার উদ্যোগে পিছিয়ে পড়া গরিব অসহায় মানুষদের সেবাকার্যে পাশে থাকার অঙ্গীকারবদ্ধ।
