
কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট – মহাজোতি সদন সংলগ্ন ৩ নম্বর মিত্র লেনে অখিল ভারতীয় ধোবি মহাসংঘ এবং ওয়েস্ট বেঙ্গল স্টেড কমিটি এন্ড কলকাতা মারোয়ারি মহিলা সমিতি যৌথ প্রয়াসে চতুর্থতম বর্ষের রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ডঃ বাবাসাহেব ভীমরাও আম্বেদকার ১৩৫ তম জন্মোৎসব উপলক্ষে ১০০ জন রক্তদাতা রক্ত দান করেন। অখিল ভারতীয় ধবি মহাসংঘের স্টেট প্রেসিডেন্ট সঞ্জয় রজক, জেনারেল সেক্রেটারি সুরাজ রজক, ট্রেজারার মুকেশ রজক, ভাইস প্রেসিডেন্ট প্রদীপ রজক,এই উদ্যোগে বিরাট রক্তদান শিবিরেআয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সি.টি কেবিলের কর্ণধার তিনকড়ি দত্ত মহাশয়, ২৫ নম্বর ওয়ার্ডের পৌরপিতা রাজেস সিনহা,৩৮ নম্বর ওয়ার্ডের পৌরমাতা সাধনা বোস,এছাড়া আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন।
