যুব অগ্রহারি সোসাইটি “শপথ গ্রহণ অনুষ্ঠান”

ডানলপ – শুভ ঘোষ রিপোর্ট – অগ্রহারি বৈশ্য সমাজ এবং “পশ্চিমবঙ্গ যুব অগ্রহারি সোসাইটি”শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেলো ।ডানলপ মোড়ে এই অনুষ্ঠানটি সম্পণ হয় ।অগ্রহারী বৈশ্য সমাজের বার্তা ঐক্যের শপথ নাও, সমাজের জন্য কাজ করো,অগ্রহারি বৈশ্য সম্প্রদায়কে শক্তিশালী করো।”সকল যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়া উচিত, সমাজের জন্য এগিয়ে আসা উচিত।”শপথগ্রহণ অনুষ্ঠান সকলকে সম্মান প্রদান করা হয়। সমাজের মূল্য লক্ষ্য বৃদ্ধি _”আসুন আমরা সবাই একসাথে এখানে হাঁটি, সাফল্যের গর্বহয়েউঠি।”_ফুলবাগান অগ্রহারী সেবা সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ-শ্রী মৃগাঙ্ক অগ্রহারী,মহামন্ত্রী-শ্রীঅশোক অগ্রহারী, কোষাধক্ষ্য- শ্রী বাবলু অগ্রহারী,বরিষ্ঠ অধ্যক্ষ- শিবকুমার অগ্রহারী, মিডিয়া প্রহরী -শ্রী সুদর্শন অগ্রহারী, অধ্যক্ষ -শ্রী প্রিন্স অগ্রহারী, মহামঙ্গলি-অমিত আগ্রহারি, কোষাধক্ষ্য -আশিষ অগ্রাহারী এছাড়া আরো অনেক অগ্রহারী বৈশ্য সমাজের বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *