সমুদ্র সৈকতে অল ইন্ডিয়া টাটা কাই কাইকোসিন এর সামার ক্যাম্প

দীঘা -শুভ ঘোষ রিপোর্ট – দীঘা সমুদ্র সৈকত কিনারায় অল ইন্ডিয়া টাটা কাই কাইকোসিন সামার ক্যাম্প ২০২৫অনুষ্ঠিত হয়। এন.এস.টাটা কিউকোসিন ক্যারাটের অর্গানাইজেশন অল ইন্ডিয়া গড়িয়া সংগঠনের সভাপতি নির্মল সাহা (সিহান) পদমর্যাদায় সন্মানিত করা হয় দীঘায়।অল ইন্ডিয়া কাইকোসিনের উদ্যোগে পাঁচদিন ব্যাপী ২৫শে মে থেকে ২৯শে মে মাসের ২০২৫ মেদিনীপুর জেলার দিঘায় ক্যারাটে সামার ক্যাম্পাসে আয়োজন করা হয়।পাঁচ দিনের এই সামার ক্যাম্পে ১৫০জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে এই ক্যারাটে ক্যাম্পে।এই পাঁচ বছর সামার ক্যাম্পে ক্যারাটে সিহান নির্মল সাহা তার বিভিন্ন ছাত্র সেনসী পদমর্যদাপূর্ণ ক্যারাটে দীক্ষিত গুরু পরিমল দে,‌বুদ্ধদেব বোস,দেবাশীষ মন্ডল,প্রদীপ কর্মকার,শেখ এস,কে সইফুদ্দিন,অঙ্কিতা সাহা,সায়ন দ্বীপ সাহা,অমিত মাইতি,এছাড়া আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন। প্রাকৃতিক দুর্যোগ ও ঝড়-বৃষ্টি মাথায় নিয়ে সমস্ত ছাত্র-ছাত্রীদের এই ক্যাম্প সর্বতোভাবে সফলতার সাথে সম্পন্ন হয়। ভোরবেলা সকাল ও বিকাল এই তিন বেলা কঠোর প্র্যাকটিসের মধ্য দিয়ে তাদের পাঁচদিনের এই সামার ক্যাম্প সফলভাবে সম্পন্ন হয়। শেষ দিনে ছাত্র-ছাত্রীদের নাচ গানের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *