প্রথম উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সম্মাননা ‘মহাবীর ইন্টারন্যাশনাল’ বঙ্গভূমি

বিরাটি – সন্তু চ্যাটার্জী রিপোর্ট – বিরাটি এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ ৫ শতাধিক ছাত্রছাত্রীর হাতে সম্মাননা প্রদান করল ‘মহাবীর ইন্টারন্যাশনাল’ বঙ্গভূমি।’মহাবীর ইন্টারন্যাশনাল’বঙ্গভূমি -এর অধ্যক্ষ অনিল জৈন-এর উপস্থিতিতে কবিগুরু রবীন্দ্রনাথ, ভগবান গণেশের গলায় মাল্যার্পণ করে ও প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভারম্ভ করেন ‘মহাবীর ইন্টারন্যাশনাল বঙ্গভূমি’-র অধ্যক্ষ পূর্ণেন্দু দেবনাথ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিএসটি ট্রাইব্যুনাল-এর বিচারবিভাগীয় সদস্য অশোক জিন্দাল, পৃষ্ঠপোষক সদস্য ও মুখ্য চৌপাল রতনলাল জৈন ফালোটিয়া সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। অধ্যক্ষ পূর্ণেন্দু দেবনাথ জানান, “ছাত্রছাত্রীদের এগিয়ে চলার পথে আর্থিক ও সামাজিক সহায়তা প্রদানের লক্ষ্যেই আমাদের এই কর্মকাণ্ড।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *