
কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট – মিষ্টির হাঁড়িতে,বাচ্চাদের মুখোশে, বহুরূপীর সাজে বাঙালি চাচা চৌধুরি থাকছেন অক্সফোর্ড বুক স্টোরে। চাচা চৌধুরির প্রকাশক প্রাণ এবং বাংলার প্রকাশকরা এক যোগে নিয়ে আসছেন বাংলায় চাচা চৌধুরি সমগ্র।হারিয়ে যাওয়া আশি নব্বই দশক,হারিয়ে যাওয়া যৌথ যাপন,হারিয়ে যাওয়া নির্মল শৈশব ফিরে পাওয়ার জন্য যে সূচিমুখ বেদনা ত্রিশোর্ধ্ব এই অমনিবাস এডিশন-এ ধরা রইল সকলের প্রিয় সেই প্রথমযুগের প্রাণ-অঙ্কিত শিল্পকর্মগুলি।অন্তরীপ কমিক্স ও প্রাণ-এর যৌথ উদ্যোগে বাংলার পাঠকের সামনে হাজির হয়েছে এক সময়যান।অতীতের নির্মল যাপনে ফিরে যাওয়ার এক জাদুকাঠি।আজকে যাঁরা সেইসব দিন, সেইসব যাপন, সেইসব কমিক্সের অভাববোধ করেন তাঁরা হাতে তুলে নিন এই জাদুকাঠি।চড়ে বসুন এই সময়যানে।সঙ্গে নিন আজকে যাঁরা শৈশবে তাদেরও।চাচা চৌধুরীর কম্পিউটারের থেকেও প্রখর মস্তিষ্কের কিস্সাকাহিনি প্রবাহিত হোক প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।
