
বিরাটি – নিজস্ব প্রতিনিধি – হিন্দি প্রকোষ্ঠের উদ্যোগে কৃতি পড়ুয়াদের সংবর্ধনা উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেস হিন্দি প্রকোষ্ঠের উদ্যোগে নিমতা ডাক্তার বাগান দলীয় কার্যালয়ে এলাকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি পড়ুয়া এবং শিক্ষক দের সংবর্ধনা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন হিন্দি প্রকোষ্ঠের উত্তর ২৪ পরগনা জেলার চেয়ারম্যান অশোক শর্মা, দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি অমিত গুপ্তা, বারাসত জেলার হিন্দি প্রকোষ্ঠের সভাপতি পুষ্পিতা শর্মা, উত্তর দমদম পুরসভার পুরপ্রধান বিধান বিশ্বাস, জেলা মহাসচিব রবি শর্মা, সহ সভাপতি নির্মলা রায়, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কনভেনার প্রদীপ আঢ্য সহ হিন্দি প্রকোষ্ঠের জেলা নেতৃত্বরা। কৃতি পড়ুয়াদের একটি গোলাপ ফুল, কলম এবং মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয় এদিন। এদিন প্রায় দুই শতাধিক ছেলে মেয়েদের উচ্চ শিক্ষায় উৎসাহিত করা হয়।এদিন কৃতি ছাত্র ছাত্রী দের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। উত্তর দমদম পৌরসভার পুরপ্রধান বলেন আগামী বছর ছাত্র ছাত্রী দের মায়ে দের ও পুরস্কৃত করার প্রস্তাব রাখেন তিনি। এক্ষেত্রে ছাত্রছাত্রীদের মায়েদের ভূমিকা অনস্বীকার্য।
