
গোলাঘাটা -শুভ ঘোষ রিপোর্ট – গোলাঘাটা সম্মোলনী দুর্গোৎসব প্রতিবছর নতুন ভাবনার রূপ দেন।যা সমাজ সচেতনতার বার্তা দেয়।এবারের থিম *ব্রেক- ফেল* অন্যতম চিন্তাধারা। গোলাঘাটা সম্মোলনী দুর্গোৎসব কমিটির ৪৭তম বর্ষে খুঁটি পুজোয় উপস্থিত ছিলেনপশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত মন্ত্রী সুজিত বোস মহাশয় এবং পুজো কমিটির প্রধান উপদেষ্টা,দক্ষিণ দমদম পৌরসভার পৌরপ্রধান নিতাই দাস,বিশেষ অতিথি নন্দিনী ভট্টাচার্য, চিত্রশিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায়,গোলাঘাটা সম্মোলনী দুর্গোৎসব কমিটির চেয়ারম্যান–শ্রী দীনেশ জৈন,ভাইস চেয়ারম্যান –শ্রী রমেশ পাটেল, সভাপতি– শ্রী গৌড় গোবিন্দ পাল, সম্পাদক- শ্রী শঙ্কর সরকার,কোষাধাক্ষ- অরূপ মাঝি,গুরুপদ সাহা, রবিন মালিক,পরিকল্পনা–শ্রী মানষ রায়, মন্ডপে–দিপেন মন্ডল,আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন।১৫ই জুন ২০২৫ দমদম গোলাঘাটা সম্মোলনী দুর্গাৎসব কমিটির উদ্যোগে পদযাত্রা অংশ গ্রহণকারীদের মধ্যে মহিলারা ও তাদের সন্তানরাও অংশগ্রহণ করেন।
