
কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট – দূর্গা পুজোকে গুরুত্ব দিয়ে কাঁঠাল বাগান সর্বজনীন এবার ঢাকি ভাই সকলের গর্ব পদ্মশ্রী সম্মানে ভূষিত ঢাকি গোকুল চন্দ্র দাসকেই পুজোর মূল উদ্বোধক হিসেবে নির্বাচিত করেছে।উপস্থিত ছিলেন পদ্মশ্রী নিরঞ্জন গোস্বামী ডক্টর জয়ন্ত কুশারী কুশল চৌধুরী প্রমুখ। এন্টালি কাঁঠাল বাগান সার্বজনীন শারদীয়া উৎসব কমিটি ৭৯ তম বর্ষের দুর্গাপূজাএবছর আমাদের পুজোর থিম “রাজনন্দিনী”রাজপ্রাসাদের ঐশ্বর্য,রাজবংশের রমণীদের আভিজাত্য এবং বাংলার রাজপরিবারের ঐতিহ্যকে ঘিরে গড়ে উঠেছে আমাদের ভাবনা।এই থিমের মাধ্যমে আমরা একদিকে শ্রদ্ধা জানাচ্ছি বাংলার ঐতিহাসিক রাজবাড়ির স্মৃতিকে,আবার একইসঙ্গে সমাজে নারীর প্রকৃত সম্মানের গুরুত্বকেও স্মরণ করছি।এই বছর আমাদের ৭৯ তম বর্ষের এই প্রয়াস বাংলার অতীত গৌরব,ঐতিহ্য এবং আধুনিক নারীর মর্যাদা এই তিনের সংমিশ্রণে সাজানো হয়েছে।আমাদের প্রার্থনা, রাজনন্দিনী দুর্গা মায়ের আশীর্বাদে সমস্ত জীবনে সমৃদ্ধি, সৌভাগ্য ও শান্তি নেমে আসুক।“রাজনন্দিনী”-র মহিমায় রাঙিয়ে উঠুক এন্টালি কাঁঠাল বাগানের প্রতিটি হৃদয়।
