
কলকাতা – শুভ ঘোষ রিপোর্ট – শরীরের জীবন রক্ষার জন্য প্রয়োজন রক্ত তারই ধারাকে তুলে ধরতে ব্রজদুলাল ইউথ অ্যাসোসিয়নের উদ্যোগে এই রক্তদান শিবির। উওর কোলকাতা ব্রজোদুলাল স্ট্রিট ২৪ নং ওয়ার্ড ব্রজদুলাল ইউথ অ্যাসোসিয়েশন এর উদ্যোগে 30তম বর্ষ স্বেচ্ছায় রক্তদান শিবিরেরআয়োজন করা হয়। মোট ১০০ জন রক্তদাতা রক্তদান করেন। ব্রজদুলাল ইউথ অ্যাসোসিয়েশনে আজকের এই রক্তদান শিবিরে সেক্রেটারি তপন সী,২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ইলোরা সাহা,এই ওয়ার্ডেরই প্রাক্তন পৌর প্রতিনিধি মৃণাল সাহা, পশ্চিমবঙ্গের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা, পৌর প্রতিনিধি মিনাদেবী পুরোহিত,২৫ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি রাজেশ সিনহা,সিটি কেবিলের কর্ণধার তিনকড়ি দত্ত,ডি.অশিস,ডক্টর মিতুল লাহা,ডক্টর স্বরূপ ঘোষাল,আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন।
