
কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট – আকাশ এডুকেশনাল সার্ভিসেস লিমিটেড উদযাপন করছে 2025 ভবিষ্যতের সমস্যা সমাধান কারীদের তৈরি করতে সহায়তা করবে এই পরীক্ষা।ক্লাস ৫ থেকে ১২-র ছাত্রছাত্রীদের জন্য ১০০% পর্যন্ত স্কলারশিপ (মোট ₹২৫০ কোটি টাকা) আর ক্যাশ অ্যাওয়ার্ড (₹২.৫ কোটি টাকা) ঘোষণা করা হয়েছে।AESL নিয়ে এসেছে আকাশ ইনভিক্টাস অ্যাস টেস্ট, স্কলারশিপ ও ইনভিক্টাসে ভর্তি হওয়ার সুযোগের জন্য। এন্থে পরীক্ষা ২০২৫ সালের ৪ থেকে ১২ অক্টোবর পর্যন্ত অনলাইন ও অফলাইন মোডে অনুষ্ঠিত হবে। এন্থে 2025-এর রেজিস্ট্রেশন এখন শুরু হয়েছে। ছাত্রছাত্রীরা অনলাইনে https://anthe.aakash.ac.in/home এই ওয়েবসাইটে রেজিস্টার করতে পারে, বা কাছের আকাশ সেন্টারে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারে। পরীক্ষা ফি অনলাইন ও অফলাইন—দুই মডের জন্যই ₹৩০০। আগেভাগে আবেদন করলে ৫০% ছাড় পাওয়া যাবে। অনলাইন পরীক্ষার জন্য নির্ধারিত পরীক্ষার তারিখের ৩ দিন আগেই ফর্ম সাবমিট করতে হবে।
