প্রগ্রেসিভ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন উদ্যোগে ১৭তম শ্রাবণ মাসের উৎসব

কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট – প্রগ্রেসিভ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন উদ্যোগে ১৭তম বর্ষে প্রতি বছরের ন্যায় এই বছরে ২৩ নং নেতাজী সুভাষ রোড কলকাতা-১ তৃণমূল কংগ্রেসের যুব নেতা বিকাশ সিং উদ্যোগে শ্রাবণ মাসে যারা তারকেশ্বরে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে যাচ্ছেন তাদের জন্য চা, জল,বিস্কুট ও কিছু আহারের ব্যবস্থা করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরের চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রে বিধায়িকা নয়না বন্দ্যোপাধ্যায়,৪২ নম্বর ওয়ার্ডের পৌরপিতা মহেশ শর্মা, সমাজসেবী দাড়া সিং,তৃণমূল নেত্রী স্বর্ণালী মিশ্র,তৃণমূল নেতা শৈলেস মিশ্রা,শ্যাম নারায়ন সিং,রাজু রায়,রতন বণিক, এছাড়া আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *