
হুগলি -সুন্তু চ্যাটার্জী রিপোর্ট – নিমতা বাবা ভোলানাথ সেবা সমিতির পরিচালনায় এবং আমরা সবাই এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এই বছরে শ্রাবণ মাসে যারা তারকেশ্বরে বাবা তারকনাথের মাথায় যারা জল ঢালতে যাওয়া যাত্রীদের হাতে দুদিন ধরে কিছু আহার তুলে দেয়। বাবা ভোলেনাথ সেবা সমিতি এই নিয়ে ২২ তম বর্ষে পা দিল।এই বছর প্রায় বারো হাজার মানুষের জন্য দুদিন ধরে আহারের ব্যবস্থা করেছে।বাবা ভোলানাথ সেবা সমিতির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমস্ত সদস্যরা। এইভাবেই তারা প্রতিবছর শ্রাবণ মাসে তারকেশ্বর যাত্রীদের সেবা করে থাকে। প্রত্যেকটি সদস্য তাদের পরম নিষ্ঠা সহকারে বাবা ভোলানাথ সেবা সমিতির উদ্যোগে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে যাওয়া যাত্রীদের পরম সেবায় নিয়োজিত থাকেন ও পরমানন্দ লাভ করেন।
