
কলকাতা- শুভ ঘোষের রিপোর্ট – বিডন স্ট্রিড রবীন্দ্র কানন সম্মুখে মিরান্ডা হাউসের পথের সাথী নামক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সভাপতি অঞ্জন দাঁ,যুগ্ম সম্পাদক হেমন্ত ঘোষ ও সুদীপ ভকত, সহ-সভাপতি শংকর সরকার ও বিজেস আগরওয়াল উদ্যোগে দুই দিনব্যাপী একটি স্বাস্থ্য পরীক্ষার শিবির এবং বস্ত্র বিতরণ,সাংস্কৃতিক অনুষ্ঠান ও বসে আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন ১৮ নম্বর ওয়ার্ডের পৌরমাতা সুনন্দা সরকার, প্রাক্তন বিধায়িকা স্মিতা বক্সি,২৪ নম্বর ওয়ার্ডের পৌরমাতা ইলোরা সাহা,২০ নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিজয় উপাধ্যায়,জোড়াসাঁকো কেন্দ্রের প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সী,সি টি কেবিল এর কর্ণধার তিন কড়ি দত্ত,হাটখোলা মেডিকেল ব্যাংকের কর্ণধার ডি.আশিষ,তৃণমূল নেতা মৃণাল সাহা বাবু সরকার ছাড়া আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন।
