শ্রী রাজ- রাজেশ্বরী অদ্বৈতন্দেশ্বরী দুর্গামাতা সপ্তচূড়া মন্দির মহালয়া শোভাযাত্রা।

কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট – ডঃ স্বামী অদ্বৈতানন্দ ন্যায়তীর্থ, মহালয়ার শুভ উপলক্ষে,২১শে সেপ্টেম্বর, ২০২৫, রবিবার সন্ধ্যায় অদ্বৈতানন্দেশ্বরী দুর্গা মন্দির থেকে শোভাযাত্রার নেতৃত্ব দেন।মন্দির থেকে শোভাযাত্রাটি রওনা হয়, এলাকার বিভিন্ন অংশ ঘুরে মন্দিরে ফিরে আসে,ভক্তদের অত্যন্ত উত্তেজিত ও আনন্দিত করে।ডঃ স্বামী অদ্বৈতানন্দ ন্যায়তীর্থ, তথ্য প্রদানকালে বলেন যে, প্রতিবছরের মতো, শোভাযাত্রাটি ধুমধামের সাথে অনুষ্ঠিত হয়েছিল।ভক্তরা আনন্দিত ছিলেন।সারা বছর ধরে এই শোভাযাত্রার জন্য অপেক্ষা করা হয়।এই ধারা অব্যাহত রেখে, তিনি লন্ডন ভ্রমণের কথা বর্ণনা করেন।এই অনুষ্ঠানকে সফল করার ক্ষেত্রে মূল অবদানকারী ছিলেন দেবী মধুমিতা প্রভু প্রজ্ঞা,পিয়ালী সেন,অরিতা ভবানী,অপর্ণা ভৌমিক এবং অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *