কলকাতা- নিজস্ব প্রতিনিধি- জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল (JIMSH) গর্বের সঙ্গে আয়োজন করল ‘পূজো পরিক্রমা’ – আনন্দে আবদারে উমা দর্শন ২০২৫’। এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল এক গভীর অঙ্গীকার—সমাজের বঞ্চিত শিশুদের আজীবন বিশ্বমানের চিকিৎসা সেবা ও সাংস্কৃতিক লালনপালন নিশ্চিত করা।উৎসবের আবেগ ও সামাজিক দায়বদ্ধতায় ভরপুর এই উদ্যোগে হাসপাতাল ঘোষণা করল সম্পূর্ণ স্বাস্থ্যসেবা সহায়তা।জে.আই.এম.এস.এইচ – এর চেয়ারম্যান মি. কৃষ্ণকুমার গুপ্ত বলেন -এই দুর্গাপূজায় মা দুর্গার আশীর্বাদ আমাদের কাছে এসেছে দায়িত্বের আকারে যত্ন নেওয়ার দায়িত্ব, যাদের সমাজ অনেকসময় উপেক্ষা করে। এই শিশুরা আজ থেকে জে.আই.এম.এস.এইচ পরিবারের স্থায়ী অংশ। তাদের সুস্থতা, তাদের ভবিষ্যৎ—এটাই আমাদের পবিত্র দায়িত্ব।এই উপলক্ষে, বাউল সম্রাট পূর্ণদাস বাউলকে তাঁর অসামান্য শিল্পযাত্রা ও দার্শনিক গভীরতার স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করল জে.আই.এম.এস.এইচ। একইসঙ্গে তাঁকে দেওয়া হল আজীবন স্বাস্থ্যসেবা ও চিকিৎসার আশ্বাস—যা কেবল শিল্পীর প্রতি শ্রদ্ধাই নয়, দেশের সাংস্কৃতিক আত্মাকে লালন করার প্রতিশ্রুতিও।পশ্চিমবঙ্গের প্রাণকেন্দ্রে অবস্থিত জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল (JIMSH) আজ শুধু একটি স্বাস্থ্য প্রতিষ্ঠান নয়—এটি এক মানবিক আন্দোলনের আলোকবর্তিকা।
শিশুদের আজীবন চিকিৎসা সেবার অঙ্গীকারজে.আই.এম.এস.এইচ (JIMSH)
