কোলকাতা -শুভ ঘোষ রিপোর্ট -সব ধর্ম সমন্বয়ে ভিন্ন ভিন্ন ধর্মের নারী ও পুরুষের সম্মিলিত এই প্রতিবাদী মিছিলের সামিল হয়ে মানববন্ধনে একত্রিত হন এক্য হোক মানব ধর্মের মূল মন্ত্র। হেযবুত তওহীদ ইন্ডিয়া ফাউন্ডেশন আয়োজিত বাংলাদেশে হেযবুত তওহীদের উপর উগ্রবাদী হামলা প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয় কলকাতা প্রেস ক্লাবে।উপস্থিত ছিলেন বিভিন্ন ধর্মের বিশিষ্টজনেরা প্রতিনিধিত্ব করেন কাজী আব্দুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনিস উদ্দিন,খনা মা,কবি জয়দীপ চট্টোপাধ্যায়, নজরুল গবেষক ডক্টর দীপা দাস, বৌদ্ধ ধর্মাংকুর সফা অফ ইন্ডিয়ার সেক্রেটারি অমলেন্দু চৌধুরী,বিশ্বজিৎ ভিক্ষু প্রমূখ।
উদ্বোধনী সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন ইন্দো বাংলা খোলা জানালার শিল্পী বৃন্দ।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন কাজী আব্দুল হক।
