কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট – রথযাত্রা উপলক্ষে বাগবাজার জগন্নাথ মহাপ্রভুর পরিচালিত সমিতি উদ্যোগে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। রথযাত্রা ও উৎসব মেলা ২তম বর্ষের বাগবাজার জগন্নাথ মহাপ্রভুর পরিচালন সমিতি উদ্যোগে ৬ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত বাগবাজার সর্বজনীন দুর্গোৎসব মাঠ পাঙ্গনে রথযাত্রা উৎসব পালন করা হবে। বৈঠকেউপস্থিতছিলেনপান্ডাপ্রসেনজিৎসাহা,কে.সি.দাস মিষ্ঠান্ন কর্ণধার ধীমান দাস, পৌরপিতা বাপি ঘোষ,পুরোহিত শায়ক রাজ,মেলার দায়িত্বে শ্যামাপ্রসাদ হালদার,আর মহিলা সদস্যা অনুলেখা মিত্র এছাড়া আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন। রথযাত্রা উপলক্ষে মেলায় থাকছে হস্তশিল্প সামগ্রী নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সমাহার,থাকছে ইলেকট্রনিক নাগরদোলা, ধর্মীয় সংগীত,রামায়ণ গান, পুতুল নাচ,বাউল গান, যাত্রাপালা,তবলা বাদ্য,।
Related Posts
শ্রমদানের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালিত
কোলকাতা -শুভ ঘোষ রিপোর্ট – বিশ্ব পরিবেশ দিবস এবং স্বচ্ছ ভারত মিশনের চেতনার প্রতি শ্রদ্ধা জানাতে, কলকাতা নদীর তীরে নাগরিক…
ক্রিয়েটিভ ডাইনামিক ট্যালেন্টস উদ্যোগে দীপাবলিতে ফটোশুট
কোলকাতা-শুভ ঘোষ রিপোর্ট -আগামী দীপাবলি ঠিক আগেই ধনতেরাসে দিনে শ্যামা মায়ের লাল রাঙা জবা ফুলের গন্ধে ভেসে আসছে ঢাকের বাদ্য…
নিউটাউনসিটিস্কোয়ারচতুর্থ বছরের মাতৃ আরাধনা
নিউটাউন -শুভ ঘোষ রিপোর্ট – নিউ টাউন সিটি স্কোয়ার মাঠে নিউটাউন সর্বজনীন দুর্গোৎসব সমিতি আয়োজিত শারদ উৎসবের আবাহন। তাদের চতুর্থ…
