জগন্নাথ মহাপ্রভু পরিচালিত রথযাত্রা উৎসব

কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট – রথযাত্রা উপলক্ষে বাগবাজার জগন্নাথ মহাপ্রভুর পরিচালিত সমিতি উদ্যোগে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। রথযাত্রা ও উৎসব মেলা ২তম বর্ষের বাগবাজার জগন্নাথ মহাপ্রভুর পরিচালন সমিতি উদ্যোগে ৬ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত বাগবাজার সর্বজনীন দুর্গোৎসব মাঠ পাঙ্গনে রথযাত্রা উৎসব পালন করা হবে। বৈঠকেউপস্থিতছিলেনপান্ডাপ্রসেনজিৎসাহা,কে.সি.দাস মিষ্ঠান্ন কর্ণধার ধীমান দাস, পৌরপিতা বাপি ঘোষ,পুরোহিত শায়ক রাজ,মেলার দায়িত্বে শ্যামাপ্রসাদ হালদার,আর মহিলা সদস্যা অনুলেখা মিত্র এছাড়া আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন। রথযাত্রা উপলক্ষে মেলায় থাকছে হস্তশিল্প সামগ্রী নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সমাহার,থাকছে ইলেকট্রনিক নাগরদোলা, ধর্মীয় সংগীত,রামায়ণ গান, পুতুল নাচ,বাউল গান, যাত্রাপালা,তবলা বাদ্য,।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *