কোলকাতা-শুভ ঘোষ রিপোর্ট -আগামী দীপাবলি ঠিক আগেই ধনতেরাসে দিনে শ্যামা মায়ের লাল রাঙা জবা ফুলের গন্ধে ভেসে আসছে ঢাকের বাদ্য আওয়াজ, যেনো মনে হয় মা আসছেন। ঠিক সেই মুহূর্তে বেলঘড়িয়ায় ক্রিয়েটিভ ডাইনামিক ট্যালেন্টস উদ্যোগে দীপাবলি ফটোশুটের সাগ্নিক চ্যাটার্জি ও অভিলাষা রায় উদ্যোগে একটি দিপাবলি ফটোশুটের আয়োজন হয়। পোশাক সাজসজ্জা ডিজাইনার হলেন সুমন ব্যানার্জি,এই ফটোশুটে ছোট-বড় গুণী মডেলরা হলেন অনামিকা রক্ষিত, নেহা দাস,দিয়াশা ঘোষ, রাহুল হালদার,শিশু শিল্পী রুহানী দত্ত। এনাদের মেকাপ দিয়ে ফুটিয়ে তুলে ধরেছেন মোহাম্মদ হোসেন। ফটোগ্রাফার সোমনাথ চক্রবর্তী ও অতনু মুখার্জী।
Related Posts
শারদীয়ায় শুভমুক্তি পেতে চলেছে রু- মোশন পিকচার্স বাংলাসিনেমা।
কোলকাতা -শুভ ঘোষ রিপোর্ট -Rudra The Beginning ট্রেলার ও পোস্টার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জনসম্মুখে আনা হয়। রুদ্র দা বিগিনিং সিনেমা…
