দ্যা স্যাটারডে ক্লাব উদ্যোগে নারী দিবস উদযাপন

কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট -আন্তর্জাতিক নারী দিবসে সমস্ত নারী শক্তিকে বিনম্র শ্রদ্ধা ও সম্মান জানানোর জন্য দ্যা স্যাটারডে ক্লাব উদ্যোগে নারী দিবস উপলক্ষে নারীদের জীবনের বেঁচে থাকার আত্মনির্ভরতা ও আত্মরক্ষা ও জীবনের পথে সফলভাবে এগিয়ে চলার কিছু নারীদের সম্মানিত করা হয়।দ্য স্যাটারডে ক্লাবের উদ্যোগে ২০০ জনের বেশি নারীদের আজকের এই মঞ্চের *নারী শক্তি সম্মান*  সম্মানিত করা হয় তাদের আত্মজীবনী কথার ভিত্তিতে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *