কলকাতা -নিজস্ব প্রতিনিধি – জে ডি প্রোডাকশন প্রযোজিত নতুন মিউজিক ভিডিও “তোকে ছাড়া” লঞ্চ হল জ্যোতি মিউজিক বাংলার নিজস্ব ইউটিউব চ্যানেলে । অভিনয়ে রয়েছেন অভিষেক রঞ্জন ও এনসি মল্লিক । এখানে দেখা যাবে নায়কের অতীতের কোনো এক ঘটনা স্বপ্নে ধরা দিয়েছে। তার সাথে একটি মেয়ের সাথে ভালোবাসার সম্পর্ক ছিল । তাদের ভালবাসায় আসে বিচ্ছেদ। কি কারণে এই বিচ্ছেদ সেই সিকোয়েন্স নিয়েই মূলত এই মিউজিক ভিডিও। পরিচালনায় ছিলেন অভি বন্দোপাধ্যায় । এই গানটি গেয়েছেন রনি ও গুপিকা গোস্বামী । গানের কথা লিখেছেন জুয়েল মল্লিক।
এদিন কলাকুশলীসহ পরিচালক ও প্রযোজকের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে মুক্তি পেল “তোকে ছাড়া” মিউজিক ভিডিও। বাংলাদেশে সদ্য রেকর্ড হওয়া এই গানটি ওপার বাংলা এপার বাংলাতেও অন্যন্ত জনপ্রিয় হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে ।
