কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট -তৃতীয় ডিভিশন এ চ্যাম্পিয়ন হয়ে এবার দ্বিতীয় ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করেছে সোনারপুর ইয়ং মেন্স স্পোর্টিং এসোসিয়েশন.,ক্রীড়া সাংবাদিক তাঁবুতে অনুষ্ঠিত হয়ে গেল নতুন জার্সি উদ্বোধন।উপস্থিত ছিলেন Ifa এর চেয়ারম্যান সুব্রত দত্ত, সচিব অনির্বাণ দত্ত, প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস সহ এই ক্লাবের কোচ, মেন্টর , টেকনিকাল ডিরেক্টর আর ক্লাবের তরুণ ফুটবলার রা. শুরুতেই অতিথি দের উত্তীরিয় ও পুষ্প স্তবক দিয়ে স্বাগত জানান হয়. পরে ক্লাবের তরফ থেকে Ifa সচিবের হাত দিয়ে ক্লাবের অধিনায়ক ও সহ অধিনায়ক দের নাম ঘোষণা করে তাদের কেও সম্মান জানানো হয়. অতিথিদের হাত দিয়ে উন্মোচিত হল ক্লাবের নতুন জার্সি, অতিথি রাও তাদের সংক্ষিপ্ত ভাষণের মাধ্যমে পরিষ্কার জানালেন যে তারা খুব আশাবাদী যে এবার ও ভালো পারফর্ম করে আগামী বছর তারা প্রথম ডিভিশন এ খেলবে।
Related Posts
চতুর্থ তমো টিচার্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড
কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট – কলকাতা রোটারি সদনে চতুর্থ তমো টিচার্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড শো অনুষ্ঠিত হয়।তার সাথে সগুপ্তা- হেনাফিসের তৃতীয়তম…
নববারাকপুর তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে জলসত্র
নিউব্যারাকপুর -নিজস্ব প্রতিনিধি – নববারাকপুর পুরসভার ২০ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে মঙ্গলবার সকালে বিশরপাড়া কোদালিয়া স্টেশন সংলগ্ন এলাকায়…
