নববারাকপুর তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে জলসত্র

নিউব্যারাকপুর -নিজস্ব প্রতিনিধি – নববারাকপুর পুরসভার ২০ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে মঙ্গলবার সকালে বিশরপাড়া কোদালিয়া স্টেশন সংলগ্ন এলাকায় শুরু হল জলসত্র শিবির। নিত্যযাত্রী থেকে পথচলতি সাধারণ মানুষের মধ্যে শীতল পানীয় জল বিলি করেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, পুর প্রতিনিধি আরতি দাস মল্লিক, ওয়ার্ডের সম্পাদক অলোক ভট্টাচার্য, তৃণমূল নেতা অরিন্দম আচার্য থেকে ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মীরা। তৃণমূল নেতা অরিন্দম আচার্য জানান প্রতি বছরের মতো এবছর ও জৈষ্ঠ মাসে প্রবল গরমে শুরু হল জলসত্র শিবির। ধারাবাহিক ভাবে চলবে এই জলসত্র। পুরসভার ২০ নং ওয়ার্ডে ঘন জনবসতি পূর্ন এলাকায় আরো তিনটি জায়গায় হবে জলসত্র শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *