
দমদম -শুভ ঘোষ রিপোর্ট – দমদম পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডে লালগড় বিবেকানন্দ সংঘ মাঠে স্বর্গীয় মুকুন্দ বিহারী মল্লিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি স্মরণ সভার আয়োজন করা হয়। লালগড়ের দীর্ঘদিনের অধিবাসী তথা জাতীয়তাবাদী ভাবধারায় বিশ্বাসী স্বর্গীয় মুকুন্দ বিহারী মল্লিক পড়লোক গমন করেন তার স্মৃতির উদ্দেশ্যেই আজকের লালগড় বিবেকানন্দ সংঘ মাঠে স্মরণ সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ দমদম পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের পৌরপিতা বরুণ নন্দী,১৬ নম্বর ওয়ার্ডের পৌরমাতা মুনমুন চ্যাটার্জী,১৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌর প্রতিনিধি দেবাশীষ গঙ্গোপাধ্যায়, এছাড়া আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গরা ছিলেন।
