নিউটাউনসিটিস্কোয়ারচতুর্থ বছরের মাতৃ আরাধনা

নিউটাউন -শুভ ঘোষ রিপোর্ট – নিউ টাউন সিটি স্কোয়ার মাঠে নিউটাউন সর্বজনীন দুর্গোৎসব সমিতি আয়োজিত শারদ উৎসবের আবাহন। তাদের চতুর্থ বছরের মাতৃ আরাধনায় অভিনবত্ব আনতে চলেছে। নিউটাউন সর্বজনীনের প্রেসিডেন্ট শ্রী লক্ষ্মীকান্ত কর মহাশয় এবারের প্রতিমা শিল্পী শ্রী রিন্টু দাস।তাঁর সৃষ্টিতে দানব দলনী বিশ্বজননী- নারী শক্তি কে নিরন্তর যেভাবে জাগিয়ে তোলেন,সেটাই বিম্বিত হচ্ছে। নারী-পুরোহিতের মন্ত্র উচ্চারণে, মহিলা ঢাকীদের ঢাকের তালে মণ্ডপে মেতে উঠবে আসন্ন শারদোৎসবে।যাঁদের বর্ণময় উপস্থিতি এই অনুষ্ঠানকে আলোকিত করেছে:শ্রী সুজিত বসু (দমকল মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার)শ্রী তাপস চ্যাটার্জী,বিধায়ক, রাজারহাট নিউটাউন শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তী, নগরপাল,বিধাননগর পৌরনিগমশ্রী পুষণ গুপ্ত, প্রধান সম্পাদক, ৩৬৫ দিন, সভাপতি, নিউটাউন কল্যাণ কমিটি শ্রী বাণীব্রত বসু, অবসরপ্রাপ্ত আই পি এস, অবসরপ্রাপ্ত ডিরেক্টর জেনারেল, গোয়েন্দা বিভাগ শ্রী অরূপ রাহা, এয়ার চিফ মার্শাল ক্যাপ্টেন অসীম কুমার ভদ্র,শ্রী সমীর মিত্র, প্রাক্তন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, সীমান্ত নিরাপত্তা বাহিনী শ্রী দুলাল লাহিড়ী, বর্ষীয়ান অভিনেতা ও পরিচালকশ্রী রিন্টু দাস,শিল্পী শ্রী অনির্বাণ দাশ, শিল্পী শ্রী শাশ্বত বসু,সচিব, দুর্গোৎসব ফোরাম শ্রী সুভাষ বেরা,সভাপতি,গৌরী বাড়ি সর্বজনীন আর.যে.প্রবীণ, রেডিও উপস্থাপকঅরিত্র,রেডিও উপস্থাপকশ্রী রবীন্দ্রনাথ রায়,ম্যানেজিং ডিরেক্টর,তন্ত্রজশ্রী অমিত শ্রীবাস্তব, জেনারেল ম্যানেজার,ইউকো ব্যাংক.জয়িতা গাঙ্গুলী,প্রিন্সিপ্যাল, এস.পি.কে.জৈন ফিউচারিস্টিক সোসাইটি।এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি প্রখ্যাত নৃত্যশিল্পী পদ্মশ্রী শ্রীমতি মমতা শঙ্কর কে বিশেষসম্মাননা জ্ঞাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *