
মধ্যমগ্রাম -নিজস্ব প্রতিনিধি – মধ্যমগ্রাম উড়ালপুলের নীচে রবীন্দ্রপল্লী নজরুল স্মারক মঞ্চে এলাকার বিভিন্ন সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠানের খুদে থেকে বড় শিল্পী কলাকুশলিরা নাচ গান আবৃত্তি পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে । উপস্থিত ছিলেন চিকিৎসক, আইনজীবী, কবি লেখক শিক্ষানুরাগী সিনিয়র সিটিজেন বরিষ্ঠ নাগরিকরা। সমগ্র পরিকল্পনা ও পরিচালনা করেন আয়োজক সংস্থার সভাপতি তথা আইনজীবী কমলেশ চন্দ্র সাহা ।বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আমাদের মননে চিন্তনে চির অধিষ্ঠিত। বৈশাখ মাস কবিগুরুর রবীন্দ্র নাথ ঠাকুরের জন্মদিন অপরদিকে জৈষ্ঠ মাসে কাজী নজরুল ইসলামের জন্মদিন। দুই কবিকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে রবিবার রবীন্দ্র নজরুল সন্ধ্যার পাশাপাশি সারাদিন ধরে বিভিন্ন সামাজিক, সেবা, চিকিৎসা শিবির, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠানের আয়োজন করল মধ্যমগ্রাম শিক্ষা সংস্কৃতি পরিষদ, বাউল ও লোক উৎসব কমিটি এবং সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের যৌথ উদ্যোগে।
