
কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট – উল্টো রথের দিনে পরম শ্রদ্ধেয় সংগীতশিল্পী প্রয়াত রাহুল দেব বর্মনের (পঞ্চম দা)স্মৃতির বিনম্র শ্রদ্ধা ও সম্মান জানানোর জন্য দ্যা স্যাটারডে ক্লাব উদ্যোগে একটি সংগীতের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ শাম মাস্তানি এই সঙ্গীত অনুষ্ঠান উপলক্ষে বিশেষ কিছু অতিথিদের সম্বর্ধনা করা হয়।নারীদের জীবনের বেঁচে থাকার আত্মনির্ভরতা ও আত্মরক্ষা ও জীবনের পথে সফলভাবে এগিয়ে চলার জন্য সংগীত আয়োজন দ্য স্যাটারডে ক্লাবের উদ্যোগে।
