কলকাতা -নিজস্ব প্রতিনিধি -1086 জন স্নাতক সম্মানজনক ইভেন্টে ডিগ্রি ও পদক দিয়ে সম্মানিত করা হলো জিস ইউনিভার্সিটিতে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের চতুর্থ বর্ষ সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।আইআইটি বোম্বে-এর প্রাক্তন ডিরেক্টর এবং কে এন বাজাজ চেয়ার প্রফেসর শুভাশিস চৌধুরী সহ বেশ কয়েকজন সম্মানিত ব্যক্তিদের উপস্থিতিতে সমাবর্তনকে সম্মানিত করা হয়; সর্দার তারানজিৎ সিং, চ্যান্সেলর, জেআইএস ইউনিভার্সিটি এবং ব্যবস্থাপনা পরিচালক, জেআইএস গ্রুপ। নরিন্দর কুমার, পরীক্ষা নিয়ন্ত্রক, JIS বিশ্ববিদ্যালয়; ড. সংঘমিত্রা কুন্ডু, ডেপুটি কন্ট্রোলার অব এক্সামিনেশনস, জেআইএস ইউনিভার্সিটি; ডঃ অতনু কোটাল, ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিকস), জেআইএস ইউনিভার্সিটি এবং প্রফেসর এইচ.এস. মাজি, ডিন একাডেমিক্স, পরিচালক, ডিন এবং বিভাগীয় প্রধানদের সাথে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং জেআইএস বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ভবেস ভট্টাচার্য,সমাবর্তন উপস্থাপন করেন। প্রফেস তপন কুমার নায়ক, ইউনিভার্সিটি অফ হিউস্টন এবং সার্ন; প্রফেসঅরুণ বন্দোপাধ্যায়, গুজরাট বায়োটেকনোলজিকাল ইউনিভার্সিটি; অধ্যাপক বোলা থাপা, কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়; অধ্যাপক মশিউর রহমান, জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ; ড. মোঃ সবুর খান, চেয়ারম্যান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এবং ড. নীরজ সাক্সেনা, প্রো-চ্যান্সেলর জেআইএস ইউনিভার্সিটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও, একাডেমিয়া, গবেষণা, শিল্প এবং বিভিন্ন কলেজের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।সমাবর্তন অনুষ্ঠান শোভাযাত্রার মাধ্যমে শুরু হয়, এরপর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। ইভেন্ট চলাকালীন, 1086 জন শিক্ষার্থী তাদের ডিগ্রি এবং ডিপ্লোমা পেয়েছে, যার মধ্যে 683 জন স্নাতক ডিগ্রি, 316 জন স্নাতকোত্তর ডিগ্রি, 73 জন ডিপ্লোমা এবং 14 জন পিএইচডি ডিগ্রীপায় । তাদের ব্যতিক্রমী একাডেমিক পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ, 39 জন শিক্ষার্থী স্বর্ণপদক, 34 জন রৌপ্য এবং 27 জন গ্র্যাজুয়েট ব্রোঞ্জ পদক পেয়েছে। উপরোক্ত ডিগ্রী এবং ডিপ্লোমা জেআইএস বিশ্ববিদ্যালয়ের অনুষদের বিভিন্ন উপাদান বিভাগের অধীনে প্রদান করা হয়, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ; ম্যানেজমেন্ট স্টাডিজ অনুষদ; ফার্মেসী অনুষদ; বিজ্ঞান অনুষদ; শিক্ষা অনুষদ; জুরিডিকাল সায়েন্সেস অনুষদ; অনুষদআতিথেয়তা এবং হোটেল প্রশাসন। এই অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে, JIS গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সর্দার তারাঞ্জিত সিং মন্তব্য করেন, “JIS বিশ্ববিদ্যালয়ে, আমাদের লক্ষ্য হল এমন একটি পরিবেশ তৈরি করা যা উদ্ভাবন এবং সৃজনশীলতাকে লালন করে। আমরা আমাদের শিক্ষার্থীদের কৃতিত্বের জন্য অত্যন্ত গর্বিত এবং উচ্চ-স্তরের শিক্ষা ও গবেষণার সুযোগ প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। এই সমাবর্তন আমাদের পরবর্তী প্রজন্মের নেতা এবং উদ্ভাবকদের বিকাশের লক্ষ্যে একটি উল্লেখযোগ্য মাইলফলক উপস্থাপন করেছে ।
Related Posts
কাঠালবাগান সার্বজনীন দুর্গা পুজোর সূচনা পদ্মশ্রী ঢাকির হাতে
কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট – দূর্গা পুজোকে গুরুত্ব দিয়ে কাঁঠাল বাগান সর্বজনীন এবার ঢাকি ভাই সকলের গর্ব পদ্মশ্রী সম্মানে ভূষিত…
সাংবাদিকদের জন্য আয়োজিত ‘বার্তা’ কর্মশিবিরে আলোচনা সভা।
কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট – সাংবাদিকদের জন্য আয়োজিত ‘বার্তা’ কর্মশিবিরে আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে বিশদ আলোচনা সভা।কলকাতা, ৩১ জুলাই, ২০২৫ভারতীয় রিজার্ভ…
স্মরণিকা প্রকাশ ও গুণিজন সংবর্ধনা বিধান শিশু উদ্যানে
কলকাতা -নিজস্ব প্রতিনিধি- বিধান শিশু উদ্যানে ‘পল্লিকবি ও আদালত’ শীর্ষক স্মরণিকা প্রকাশিত হলো। সেইসাথে ‘বর্ধমান সহযোদ্ধা’ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে…
