কোলকাতা-নিজস্ব প্রতিনিধি -রেড ওয়াইন এন্টারটেইনমেন্টের উদ্যোগে ২৩ জুন হয়ে গেল বঙ্গনারী সম্মান। তৃতীয় বছরের এই অনুষ্ঠানে ২০ জনকে দেওয়া হয়েছে বিশেষ সন্মান। অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উদ্বোধনী সংগীত দিয়ে অনুষ্ঠান শুরু হয়। একে একে বিশিষ্ট অতিথি দের বরণ করে নেওয়া হয়, প্রত্যেককে মঞ্চে ডেকে সম্মানিত করা হয় এবং বঙ্গনারী সম্মান সিজন ৩ অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।অ্যাওয়ার্ড পেয়েছেন মিস জোজো, ইন্দ্রাণী দত্ত,ঊষা উত্থূপ,লিলি চক্রবর্তী, দীপান্বিতা হাজারি, চৈতালি দাশগুপ্ত, প্রণতি ঠাকুর সহ আরো অন্যান্যরা। রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট এর উদ্যোগের জমজমাট ভাবে বঙ্গনারী সম্মান সিজন থ্রী অনুষ্ঠানটি সুসম্পন্ন হয়।
Related Posts
ভারত গৌরব দশম অনন্য সম্মান-২০২৪
রিপোর্টারর্স এ্যান্ড ফটোগ্রাফার এ্যাসোসিয়েশন ও অলক ফাউন্ডেশানের যৌথ উদ্যোগে কলকাতা প্রেস ক্লাবে হয়ে গেল দশম ভারত গৌরব অনন্য সম্মান-২০২৪। প্রদীপ…
পঞ্চম তম অ্যাস্ট্রো লজিক্যাল কনফারেন্স ২০২৫
নদীয়া-রুপাই ঘোষ রিপোর্ট -শ্রীকৃষ্ণ চৈতন্য কালচারাল অর্গানাইজেশন উদ্যোগে পঞ্চম তম অ্যাস্ট্রো লজিক্যাল কনফারেন্স ২০২৫ আয়োজন করা হয়। নদীয়ার জেলার নবদ্বীপে…
মোজোটেল এন্টারটেইনমেন্টস সাহস আন্তঃসাংস্কৃতিক গল্প
কলকাতা -রাজেন বিশ্বাস রিপোর্ট – মোজোটেল এন্টারটেইনমেন্টস ও ডিস্ট্রিবিউশন, মা-মেয়ের অনুপ্রেরণাদায়ক জুটি সুমনা কাঞ্জিলাল ও এহেসাস কাঞ্জিলাল-এর নেতৃত্বে, সিনেমার জগতে…
