
নদীয়া-রুপাই ঘোষ রিপোর্ট -শ্রীকৃষ্ণ চৈতন্য কালচারাল অর্গানাইজেশন উদ্যোগে পঞ্চম তম অ্যাস্ট্রো লজিক্যাল কনফারেন্স ২০২৫ আয়োজন করা হয়। নদীয়ার জেলার নবদ্বীপে বকুলতলার প্রাক্তনী ভবনে পঞ্চম তম জ্যোতিষ সম্মেলনের সভাপতি শ্রী সত্যজিৎ রায়,সম্পাদক গিরিধারী লাল সাহা,কোষাধক্ষ শ্রী মধুসূদন ঘোষ মহাশয়, অনুষ্ঠানের কার্যকরী সম্পাদক উৎপল দত্ত মহাশয়ের উদ্যোগে আজকের এই জ্যোতিষ সম্মেলন সভার আয়োজন। নবদ্বীপের প্রাক্তনী ভবন মঞ্চে বিশিষ্ট গুণীজনের উপস্থিতিতে পঞ্চম জ্যোতিষ সম্মেলনের উপলক্ষে একটি বই প্রকাশ করা হয়।নবদ্বীপে প্রাক্তনীভবনের এই জ্যোতিষ সম্মেলনে উপস্থিত ছিলেন জ্যোতিষ ও বাস্তবিদ ডক্টর শ্রী ব্যাসদেব শঙ্কারাচার্য, আচার্য ডঃ শ্রী কেশব শাস্ত্রী, প্রফেসর বাদল চন্দ্র পোদ্দার, প্রফেসর অরিন্দম ভট্টাচারিয়া, ডক্টর দিবাকর বিশ্বাস, প্রফেসর সুমিত কর্মকার, আচার্য অনির্বাণ শাস্তি, জ্যোতিষ সত্যজিৎ রায়, জ্যোতিষ সোনাই সান্যাল, ডক্টর দেবগীতা আচার্য, জ্যোতিষ অমৃতাদেব মহাশয় এ ছাড়া আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গরা উপস্থিত ছিলেন।
