কলকাতা-নিজস্ব প্রতিনিধি -আজ কলকাতায় তিনটে নতুন কোম্পানি লঞ্চ করলো। যার প্রত্যেকটি নারী শক্তি কেন্দ্রিক ।প্রথমটি হল টিভি নাইনটিন , দ্বিতীয় টি হল আম্বিকা একাডেমী ও তৃতীয় টি হল ফুড ষ্টার ম্যাগাজিন। অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে ওশন গ্রি ল রেস্তোরায় যা তাদের অফিসিয়াল ভেনু হিসেবে নির্বাচিত হয়েছে।
TV19 network তিনটে ভাষায় লঞ্চ করেছে যা হল টিভি নাইনটিন বাংলা, TV19 ভারত, TV19 ইন্ডিয়া। এটি একটি জাতীয় স্তরে সংবাদ মাধ্যম হিসেবে লঞ্চ করলো। যার মূল লক্ষ্য হলো সঠিক সংবাদ, সঠিক সময়ে প্রদান করা এবং জনগণকে ওয়াকিবল রাখা।
এর সাথে লঞ্চ করা হলো অম্বিকা একাডেমীকে। এটি মূলত হোটেল ম্যানেজমেন্ট শিক্ষা প্রতিষ্ঠান যার প্রধান উদ্দেশ্য হল নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েদের যত সামান্য কোর্স ফি এর মাধ্যমে সঠিক শিক্ষা প্রদান করা এবং ১০০ শতাংশ চাকরির সুযোগ দেওয়া সর্বভারতীয় স্তরে।
এর সাথে সাথেই tv19 network এর তত্ত্বাবধানে নতুন একটি আন্তর্জাতিক স্তরের ম্যাগাজিন ফুড স্টার কে লঞ্চ করা হয় যা জাতীয় এবং আন্তর্জাতিক ও শেফ দের পাশাপাশি শীর্ষস্থানীয় হোটেল ইন্ডাস্ট্রিকেও তুলে ধরবে। এই ফুড স্টার ম্যাগাজিনের প্রধান উপদেষ্টা হলেন সেলিব্রেটি শেফ আশিস বাসিন এবং উপদেষ্টা শেফ ঋতব্রত বিশ্বাস। এই তিনটি ইভেন্টের জনসমাগমের সাক্ষী ছিল, টলিউড সেলিব্রেটি অ্যাক্ট্রেস অঙ্কিতা ব্রহ্মা এবং মহারাজ আম্বিকানন্দন তার সাথে উপস্থিত ছিল জ্ঞান্যমান্য ব্যক্তিরা এবং খাদ্য বিশেষকরা। এই উদ্যোগে সাফল্যের জন্য কোম্পানির মালিক ও পরিচালকদের বরণ করে নেওয়া হয়,-তারা হলেন অয়ন দত্ত, তমালি মজুমদার, সুপ্রিয়া ব্যানার্জি, এবং ডঃ বুদ্ধাদিত্য। তাদের এই গতিশীল তিনটি উদ্যোগের জন্য শুভকামনা রইল।
