কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট – পাক সার্কাস সংলগ্ন কলকাতার স্টেট স্পোর্টস সেক্রেটারি জমির আহমেদ (মিংক) উদ্যোগে ৫০০ জন মানুষকে দাওয়াত-ই ইফতারের আয়োজন করেন।৬৪ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস মেহার স্পোর্টিং ক্লাব সহযোগিতায় দাওয়াত-ই ইফতারের মাহফিলের আয়োজনকরা হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শারিফ আহমেদ ৬৪ নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট,শাম্মী জাহান ৬৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, মাইনোরিটি সেলের প্রেসিডেন্ট ফরিদ খান, বিশিষ্ট সাংবাদিক শুভম তিওয়ারি, মোশারফ হোসেন এছাড়া আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গরা উপস্থিত ছিলেন।