ওরাম জুয়েলারির  নতুন শোরুম  উদ্বোধন

কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট – ওরাম জুয়েলারির পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। পার্ক স্ট্রিটে ওরাম জুয়েলারি একটি নতুন শোরুম শুভ উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেট জগতের বিশিষ্ট খেলোয়াড় ঝুলন গোস্বামী ও ক্রিকেট জগতের বিশিষ্ট খেলোয়াড় স্নেহাশীষ গাঙ্গুলী মহাশয় তাদের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি আরো আকর্ষিত হয়ে ওঠে।প্রতিটা মানুষের পকেট সুলভ মূল্যে এখানে সোনার গহনা পাওয়া যাবে শুধু তাই নয়, আগামী দিনে কলকাতা জনস্বার্থে নিত্য নতুন গহনার ডিজাইনও এই শোরুমটিতে পাওয়া যাবে। প্রতিটা মানুষ যাতে তাদের পোশাকের সাথে মানানসই সোনার গহনা পড়তে পারে সেই দিকটা খেয়াল রেখেই এই শোরুম নিত্যনতুন সোনার গহনার ডিজাইনের সংগ্রহ করতে চলেছে।এখানে খুব যত্ন সহকারে এমনভাবে সোনার গহনার ডিজাইন গুলি বানানো হয় যাতে সেই সোনার গহনার ডিজাইন সাধারণ মানুষেরও হৃদয়ের স্থান করে নিয়েছে। এই অনুষ্ঠানে শোরুম কর্তৃপক্ষ এবং ঝুলন গোস্বামীর উপস্থিতিতে  কেক কাটে শুভ সূচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *