কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট -বিদ্যাসাগর স্পোর্টিং ক্লাব উদ্যোগে ৩১ তম বর্ষে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়।১/১এ লক গেট রোডে ৬ নম্বর ওয়ার্ডের চিৎপুর বিদ্যাসাগর স্পোর্টিং ক্লাব সহযোগিতায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, স্বেচ্ছায় রক্তদান শিবিরের অনুষ্ঠান ও সন্ধ্যায় কম্বল বিতরণ ও কৃতি ছাত্র-ছাত্রীদের পুস্তক বিতরণ,পরের দিন-মহিলাদের জন্য বস্ত্র বিতরণ ও সন্ধ্যায় বহুরূপী অনুষ্ঠান,তৃতীয় দিন বাগদেবির আরাধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরণ। আজকের এই রক্তদান শিবিরে ১০০জন রক্তদান করেন।চিৎপুর বিদ্যাসাগর স্পোর্টিং ক্লাবের প্রেসিডেন্ট পাপ্পু সিং ভাইস প্রেসিডেন্ট সুজয় সরকার,সেক্রেটারি বিরজু সিং, ভাই সেক্রেটারি সমীর সরকার, মহিলা সদস্যরা হলেন ছায়া সরদার,শম্পা প্রধান,স্বপ্না হালদার,মুনমুন সরকার উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি কেবিলের কর্ণধার তিনকড়ি দত্ত মহাশয়, আলম বাজার মঠের মহারাজ স্বামী আত্মান্দজী মহারাজ, তরুণ সাহা,কৃষ্ণকান্তি সিং,মিতালি দাস, এছাড়া আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন।
মধ্যমগ্রাম -নিজস্ব প্রতিনিধি – মধ্যমগ্রাম উড়ালপুলের নীচে রবীন্দ্রপল্লী নজরুল স্মারক মঞ্চে এলাকার বিভিন্ন সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠানের খুদে থেকে বড় শিল্পী…