কে পি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি  জ্যোতিষ  সম্মেলন

ইছাপুর -শুভ ঘোষ রিপোর্ট -দ্য বৈদিক এন্ড কে পি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি বার্ষিক জ্যোতিষ ও পুরোহিত সম্মেলনের ১তম বর্ষ  শনিদেব ডক্ত ডঃ সূমন মজুমদার জ‌্যোতিষ সন্মেলন।। ইন্টারন্যাশনাল আনুয়াল কনফারেন্সে বিশিষ্ট গুণীজনদের সংবর্ধনা ও মানপত্র দিয়ে সম্মানিত করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উওর ২৪পরগনা জেলার ব্যারাকপুর পৌরসভা ধিমান দাস, ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল প্রদীপ বসু, নওপাড়া ওয়েট পাস সোসাইটির পার্থ সিনহা, জ্যোতিষ সত্যজিৎ রায়, জ্যোতিষ ও বাস্তবিদ ডক্টর ব্যাসদেবশংকরাচার্য,জ্যোতিষ সম্রাট দেবগীতা আচার্য,আচার্যঅনির্বাণ শাস্তি, এছাড়া আরো অনেকবিশিষ্টঅতিথিবর্গরাউপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *